Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় জামায়াতের চার নেতাকর্মী আটক

ad1_4দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়ায় ৮মার্চ মঙ্গলবার দিবাগত রাতে ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নাশকতার ১১মামলায় জড়িত মামা ভাগ্নেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মামা ছোট ধাপ মহল­ার মৃত ইব্রাহিম আলীর ছেলে বেলাল হোসেন(৫০) ও একই মহল­ার ভাগ্নে নাজির ফকিরের ছেলে আলেফ আলী(২৮)। এছাড়াও একই রাতে অভিযান চালিয়ে পুলিশ অপহরণ মামলার এজাহার নামীয় আসামী করমজী গ্রামের শহীদুল ইসলামের পুত্র মামুনুর রশিদ(৪০) এবং উপজেলা সদরে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করার কারণে বগুড়ার শাজাহানপুর থানাধীন ফুলদীঘি বাজারের নওশের আলীর ছেলে কুতুব উদ্দীন(৩০)কে গ্রেপ্তার করেছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম নাশকতা মামলার ২আসামী সহ ৪জনকে গ্রেপ্তার করার কথা মুঠোফোনে স্বীকার করেছেন।

Leave A Reply

Your email address will not be published.