Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বুধবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বিকেলে গুলশানে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল, সার্বিক রাজনীতি ও সম্ভাব্য রায়ের বিষয়ে নিজের অবস্থানসহ নানা বিষয়ে জাতিকে অবহিত করবেন তিনি।

গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দীদার।

বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনের আগে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে সম্মিলিত বিরোধী দলের ব্যানারে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান জানাবেন খালেদা জিয়া। মামলা নিয়ে সরকারের উদ্দেশ্য ও দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি নিজের নির্দোষের বিষয়টিও জাতিকে অবহিত করবেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নেওয়ারও আহ্বান থাকছে তাঁর বক্তব্যে।

গতকাল রাতে গুলশানে নিজের কার্যালয়ে দলের কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.