Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশব্যাপী অর্ধবেলা হরতালের সমর্থনে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

এম.আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম):

রবিবার সকালে চট্টগ্রাম এ.কে খাঁন মোড়ে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অর্ধবেলা হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করার কারনে তারা এই সিধান্ত নেন।

নেতৃবৃন্দ বলেন,গণতন্ত্র ধ্বংসের প্রতিবাদে উগ্রবাদ,জঙ্গিবাদ পক্ষপাতদুষ্ট স্বৈরসরকারের পদচ্যুতির দাবিতে স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তা,স্বাধীনতা ও অধিকার পূণরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। কিন্তু একটি কুচক্রী মহল জনগণের সংগ্রাম ছিনতাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্রকে রুদ্ধ করে ফেলেছে। আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরন করেছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে গণতন্ত্র জবাই করছে।

তারা আরো বলেন,একটা মীরজাফর চক্রের মদদে বাস্তবে দেশে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.