দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টি নিবার্চনে অংশ নিয়েছিল-বিরোধী দলীয় চিপ হুইপ
কুড়িগ্রাম প্রতিনিধি: বিরোধী দলীয় চিপ হুইপ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ তাজুল ইসলাম চৌধূরী বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে দেশে তৃতীয় শক্তি ক্ষমতা দখল করতো। দেশের মানুষের বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টি নিবার্চনে অংশ নিয়েছিল। নইলে অগণতান্ত্রিক শক্তি বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতো।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সরকারি সফরের এসে বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন ছাড়া কেউই ক্ষমতায় যেতে পারবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। যদি কেউ চালাকি করে ক্ষমতা দখলের চেষ্টা করে তবে তা বাংলাদেশে সম্ভব নয়।’
বক্তব্যের শুরুতে তিনি ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির দেওয়ান আমিনুল ইসলামকে ঈঙ্গিত করে বলেন, ‘জামায়াত তো বর্তমানে আমাদের তাড়া করে রাখছে। তাদের শুভ বুদ্ধির উদয় হোক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজির হোসেন, জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. এসকে বাবলু আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো. মইনুল হক, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার মনিরুজ্জামান মানিক, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম সোহেল প্রমুখ।
পরে তিনি ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।