দেশের সার্বিক উন্নয়নে প্রযুক্তি শিক্ষাকে জোড়দার করতে হবে–কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট:
কারিগরি শিক্ষার উপর নির্ভর করছে দেশের উন্নতি। কিন্তু দেশের শিক্ষিত জনগোষ্ঠীর মাত্র ৫ ভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত। দেশের দ্রুত উন্নতির জন্য ২০২১ সালের মধ্যে ২০ ভাগ মানুষকে এই শিক্ষা অর্জন করতে হবে। সরকারও সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংর উদ্দেশ্যে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে আগত সারা দেশের ৩২ টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. আবদুল হক তালুকদার এসব বলেন।
ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাস। ড. মো. আবদুল হক তালুকদার আরো বলেন, কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য দারিদ্র বিমোচন এবং মানুষকে সহজে আÍনির্ভরশীল করে গড়ে তোলা। সঠিকভাবে এই শিক্ষা গ্রহণ করলে দেশ, সমাজ জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। বর্তমানে দেশে সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এ শিক্ষা প্রদান করছে, মোট জনসংখ্যার তুলনায় যা অপ্রতুল। ডিআইআইটির কাছ থেকে শিক্ষার্থীদের অর্জিত তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে অবদান রাখবে এমনটা আশা করেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। আমাদের তরুনরা অত্যন্ত সম্ভাবনাময় এবং আমাদের দায়িত্ব তাদের উপযুক্ত করে গড়ে তোলা। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। তাই নবীন শিক্ষার্থীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে মানিয়ে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাস, এসিস্টেন্ট একাডেমিক ডিরেক্টর মো. মোয়াজ্জেম হোসেন রুবেল।