Connecting You with the Truth

দেশের স্বার্থে ট্রাম্পের সঙ্গে কাজ করবো: হিলারি

thডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আমি দেশের স্বার্থে তাঁর সঙ্গে কাজ করব।
আজ বুধবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন।
হিলারি বলেন, আমি দুঃখিত। আমরা নির্বাচনে জিততে পারিনি। আমরা যে মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছিলাম তাতে বিজয়ী হতে পারিনি।
তিনি বলেন, আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিল না। যে দেশটিকে আমরা ভালোবাসি তার জন্যই এ নির্বাচন।
ভোটের ফল মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ফল আমাদের মেনে নিতে হবে। ট্রাম্পই প্রেসিডেন্ট হচ্ছেন। খোলা মন নিয়ে তার প্রতি আচরণ করতে হবে এবং তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে।
ট্রাম্পকে অভিনন্দন জানানোর কথা তুলে ধরে হিলারি ক্লিনটন বলেন, গতরাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি, দেশের স্বার্থে তার সঙ্গে কাজ করব।
হিলারির আগে তাঁর রানিং মেট টিম কেইন বক্তব্য দেন। হিলারির সঙ্গে ছিলেন স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি।

Leave A Reply

Your email address will not be published.