দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করলো টেকনাফ বিজিবি
টেকনাফে পরিত্যাক্ত অবস্থায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ নাজমুস সাদাত সৌম্য জানান, সোমবার রাত ১টার দিকে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ দল সাবরাং মগপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০ হাজার টি ইয়াবা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।