দেড় শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ট্রলারডুবি
নিজস্ব প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে গেছে। মনপুরা থানার ওসি হানিফ সিকদার এ খবর নিশ্চিত করেছেন।
হানিফ সিকদার জানান, কলাতলী চর থেকে মনপুরা আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। এতে হতাহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি। তবে স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই প্রায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৫০ জন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে ৫টি লাশ এসেছে।
এলাকার বাসিন্দা বাংলাদেশ বেতারের ক্রীড়া-ধারাভাষ্যকার আনোয়ার হোসেন কবির জানান, এ পর্যন্ত আনুমানিক ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪০ জন।