Connecting You with the Truth

দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক গ্রেফতার

Sidduqur-sমদৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান।

ডেস্ক রিপোর্ট: শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ‘ডিবি’র সাইবার ক্রাইম ইউনিট সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি আইনে একটি মামলা রয়েছে।’
ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মামলার অভিযোগ বলা হয়েছে, সায়মা খাতুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন ধরনের মানহানিকর খবর প্রকাশ হয়েছিল দৈনিক শিক্ষা ডটকমে।

Comments
Loading...