‘দোস্ত হয়ে যায় দুশমন’: হৃদয়
রঙ্গমঞ্চ ডেস্ক:
হৃদয় খান তো গানে গানে মন কেড়ে নেন। কথায় সুর বসান, করেন সঙ্গীতায়োজনও। বড়পর্দায় তার গানে নায়ক-নায়িকারা ঠোঁট মেলান। সে হিসেবে হৃদয় খান চলচ্চিত্রের সঙ্গে যুক্ত- এ কথা বলা যেতেই পারে। কিন্তু নাটক! হৃদয় খান নাটকে অভিনয় শুরু করলেন নাকি? মোটেই না। নাটকের সঙ্গে তিনি আছেন গান দিয়েই। ‘দোস্ত দুশমন’ নামের একটি ধারাবাহিক নাটকের শিরোনাম সঙ্গীত করেছেন হৃদয়। নাটকটি পরিচালনা করছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। তবে হৃদয় খান জানালেন, এবারই প্রথম নয়, প্রায় তিন বছর আগে ‘প্রতিশোধ’ নাটকে গান করেছিলেন তিনি। টিভি নাটকের জন্য ওটাই ছিলো হৃদয়ের প্রথম কাজ। ‘মনে মনে স্বপ্ন আঁকি, গল্পে গানে মেতে থাকি, হঠাৎ যেন বদলায় জীবন, দোস্ত হয়ে যায় দুশমন’ গানের কথা এমনই। লিখেছেন জনি হক। হৃদয় খানের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সুজন আরিফ ও সামি। মিরপুরে হৃদয়ের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। বন্ধু নিয়ে এটাই তার প্রথম গান।