Connecting You with the Truth

দোয়ারাবাজারে একাদশ শ্রেণিতে ভর্তি ফি আদায়ের নামে ভর্তি-ব্যবসার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলার কলেজগুলোতে ভর্তি ফি আদায়ের নামে তালবাহানা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের ভর্তি করতে গিয়ে অনেক অভিভাবক টাকা যোগার করতে হিমসিম খাচ্ছেন। ফলে গরীব-দরিদ্র ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। উপজেলার প্রত্যেকটি কলেজেই অতিরিক্ত ভর্তি ফি আদায় চলছে বলে জানা গেছে। ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি ডিগ্রি কলেজ ও পাঁচটি স্কুল এন্ড কলেজ রয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর পরই শুরু হয় এখানে একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ। অভিভাবকদের অনেকেই অভিযোগ করেছেন, বোর্ডের নির্ধারিত ফি থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। বেশির ভাগ অভিভাবকই জানেন না যে, ভর্তি ফি প্রকৃতপক্ষে কত টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে শিক্ষা বোর্ডের নির্ধারিত ভর্তি ফি ১০০০ টাকা হলেও কোন কলেজই বিধি নিষেধ মানছে না। দোয়ারাবাজার ডিগ্রি কলেজে ভর্তি ফি ৩০০০ টাকা, সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তি ফি ২২০০ টাকা, বড়খাল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তি ফি ২০০০ টাকা, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তি ফি ২৩০০ টাকা, লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তি ফি ১৮০০ টাকা, বোগুলা রুসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভর্তি ফি নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২৭২০ টাকা আর অন্য কোন প্রতিষ্ঠান থেকে আগতদের ২৫২০ টাকা।
এ প্রসঙ্গে দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, উপজেলা পর্যায়ে নির্ধারিত ভর্তি ফি ১০০০ টাকা। যদি এর অতিরিক্ত টাকা নিয়ে থাকে তবে তা ভর্তি ফি এর এখতিয়ারভুক্ত নয়। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে কোন ধরনের অভিযোগ আসে নি।

Comments
Loading...