Connecting You with the Truth

দ্বিতীয় কিস্তির কাজ শুরু করলেন জয়া

2202
বিনোদন ডেস্ক:
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’র দ্বিতীয় কিস্তির কাজ শুরু করলেন জয়া আহসান। ১৬ সেপ্টেম্বর থেকে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ নামের ছবিটির দৃশ্যধারণ চলছে। এর মাধ্যমে অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলেন জনপ্রিয় এই অভিনেত্রী। আগের ছবির মতো এবারও পরিচালকের আসনে আছেন সাফিউদ্দিন সাফি, চিত্রনাট্য লিখেছেন রুম্মন রশীদ খান। রাজধানীর কলাবাগানে প্রথম দৃশ্যধারণের আগ মুহূর্তে কলাকুশলীরা জয়াকে নিয়ে ক্ল্যাপস্টিক দেন। এতে জয়ার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এ ছাড়াও থাকছেন ওমর সানী, ইমন ও মৌসুমী হামিদ। সাফিউদ্দিন সাফি জানান, শাকিব খান অন্য ছবির কাজে এখন ব্যাংককে আছেন। চলতি মাসের শেষে তিনি ঢাকায় ফিরে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ দলে যোগ দেবেন। এ ছবিতে জয়ার চরিত্রের নাম মিতু। একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করছেন তিনি।


Comments
Loading...