দ.আফ্রিকায় বাংলাদেশের অভিনেতারা আটক!
বেশ কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের ওআর ট্যাম্বো বিমানবন্দরে বন্দি বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী। এই দলে আছেন ইমন, অমৃতা খান, সিদ্দিকুর রহমানের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। জানা গেছে, ৬ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা বিমানবন্দর ছেড়ে যায় একটি শ্যুটিং ইউনিট। সেখানে দুটি ছবির কাজ করার কথা ছিল তাদের। এগুলো হলো ‘মিশন আফ্রিকা’ এবং ‘প্রথম দেখা। একটির পরিচালক আহমেদ আলী মন্ডল, অন্যটির পরিচালক মারুফ আহমেদ খান। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ছবি দুটির ইউনিট দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি পায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ আদম পাচারের অভিযোগে পুরো ইউনিটকে আটকে রাখে। দক্ষিণ আফ্রিকা থেকে একজন প্রবাসী বাংলাদেশি ফোন করে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘এই ইউনিটের সঙ্গে আমার এক আÍীয়ের এখানে আসার কথা। তাকেও বন্দি করে রাখা হয়েছে। এই ইউনিটের বিরুদ্ধে পুরনো অভিযোগ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এর আগেও এভাবে আদম পাচার হয়েছে। তারা যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে সবাইকে দেশে ফেরত পাঠানো হবে। ইমন, অমৃতা ও সিদ্দিকের ফেসবুক প্রোফাইলে ৭ জানুয়ারির পর আর কোনো আপডেট নেই। সর্বশেষ আপডেটে দেখানো হয় তারা দুবাইয়ে ট্রানজিট নিয়েছেন। নায়ক নিরবেরও এই টিমের সঙ্গে যাওয়ার কথা ছিলো। কিন্তু চুপিসারে বিয়ে করায় তার বিরুদ্ধে কনের বাবা থানায় মামলা করে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় নিরব ক’দিন পরে ইউনিটে যোগদেয়ার কথা।