লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী সীমান্ত হতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর(বিএসএফ) বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে বিপু কমুার বর্মন(২৫) নামে এক বাংলাদেশি যুবক ধরে নিয়ে যায়। এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, বিএসএফ হাতে আটক বিপু কুমার বর্মন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সরেন বর্মনের ছেলে। তিনি শুক্রবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলার দিয়ে ভারতে জলপাই গুড়ি জেলায় তার বোনের বাড়ী বেড়াতে যাচ্ছিল। সীমান্তে ধরলা নদী নৌকা যোগে পার হতে গিলে ভাতীয় সিঙ্গীমারী ক্যাম্পের টহল দল তাকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সে দুগাপুর সীমান্তে ফিরে আসে।এ সময় ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যান্তরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হলে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ের অনুষ্ঠিত পতাকা বৈঠকে অনুষ্টিত হলে, বিএসএফ বিপু কুমার বর্মনকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান।