ধস নেমেছে ফেইসবুকের শেয়ারে

ফেইসবুকের শেয়ারে ধস নেমেছে ডেটা অপব্যবহারের অভিযোগ ওঠার পর থেকেই। সোমবার কোম্পানিটির শেয়ারের মূল্য ৬ দশমিক ৮ শতাংশ কমে যায়।
কেমব্রিজ অ্যানালিটিকাকে পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর ডেটা অ্যাকসেস করতে দেওয়ার ঘটনায় সোমবার প্রতিষ্ঠানটির মার্কেট ভ্যালু কমে দাঁড়ায় ৪০ বিলিয়ন ডলার। ফেইসবুকের ১৪ বছরের যাত্রায় যা অন্যতম শেয়ার ধসের ঘটনা।
এই ধসের কারণে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট ইনডেক্স স্ট্যান্ডার্ডঅ্যান্ডপুয়োর ৫০০ এর শীর্ষ পাঁচ কোম্পানির তালিকা থেকে ছিঁটকে পড়েছে ফেইসবুক। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও জায়গা হারান শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির তালিকা থেকে। শেয়ার ধসের কারণে তা ক্ষতি হয় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার।
গত শনিবার বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, ব্যবহারকারীদের মধ্যে পাঁচ কোটির বেশি ব্যবহারকারীর ডেটা অন্যায়ভাবে কেমব্রিজ অ্যানালাইটকার হাতে গেছে। ২০১৫ সালের শুরুতে এই ডেটা মুছে দিতে ফেইসবুকের পক্ষ থেকে দাবি করা হলেও তা মুছে দেওয়া হয়নি। এরপর থেকেই ফেইসবুকের শেয়ারে ধস নামতে শুরু করে।