Connecting You with the Truth

ধ্বংসযোগ্য কর্মকান্ডের কারণে দেশের মানুষ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে

Dinajpur- 11-05-15
রুবেল হোসাইন,দিনাজপুর:

দিনাজপুরে শতাধীক মানুষের মহিলা আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন ইসলাম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অবরোধ-হরতালের নামে এ দেশে বোমা মেরে মানুষ হত্যাসহ ধ্বংসযোগ্য কর্মকান্ড পরিচালনা করেছে। তাদের এসব কর্মকান্ডের ফলে দেশের মানুষ বিএনপি-জামাতকে প্রত্যাখান করেছে। বিএনপি-জামাত করেছে দেশের ধ্বংসযোগ্য কর্মকান্ড। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার করছে দেশের উন্নয়ন।
১১ মে সোমবার দিনাজপুর শহরের মির্জাপুর গোয়ালপাড়া মহল্লায় অনুষ্ঠিত মহিলা আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন ইসলাম এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীচক্র বিএনপি-জামাত ধ্বংসযোগ্য কর্মকান্ড করার লক্ষে এখনও সক্রিয় রয়েছে। তারা বিভিন্নভাবে চক্রান্ত করে এবং নাশকতামূলক কর্মকান্ড চালাতে এখনও নানান তৎপড়তা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশের নারী সমাজসহ প্রতিটি মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা আওয়ামীলীগ নেত্রী মেহের সুলতানা, আইরিন লতিফ, মর্জিনা তনু প্রমুখ। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি শিরিন ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে মির্জাপুর এলাকার শতাধীক নারী মহিলা আওয়ামীলীগে যোগদান করেন।

Comments
Loading...