Connecting You with the Truth

নওগাঁয় ৬ ক্লিনিক ও ডায়াগনাস্টিক সেন্টার বন্ধ ঘোষনা

Naogaon নওগাঁ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অবৈধ ভাবে পরিচালিত জেলার রানীনগর ও পত্নীতলা উপজেলার ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করেছেন সিভিল সার্জন। বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল জানান, জেলার রানীনগর উপজেলার রানীনগর ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং রেবেকা ডায়গনস্টিক সেন্টার এবং পত্নীতলা উপজেলার মায়া ডায়গনস্টিক সেন্টার, সাজ ডায়গনস্টিক সেন্টার, মাইক্রোল্যাব ডায়গনস্টিক সেন্টার, ও পপুলার ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসক, প্যাথলজিক্যাল রিপোর্ট প্রদানকারী ডাক্তার না থাকায়, নার্স ও বর্জ ব্যবস্থাপনা না থাকায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় বন্ধ ঘোষনা করেছেন। বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এইগুলো বন্ধ ঘোষনা করেন। তার এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments
Loading...