Connecting You with the Truth

নওগাঁয় অল্পে প্রাণে বাঁচলেন ট্রাক ড্রাইভার ও হেলপার

nowgawonইমরান হোসেন, নওগাঁ: রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? এই কথাটি চিরন্তন সত্য। নওগাঁর বদলগাছী উপজেলার খলসী এলাকায় ৭০০ বস্তা সার ভর্তি ট্রাক উল্টে গিয়েও আকস্মিক ভাবে বেঁচে গেলেন ট্রাক ড্রাইভার ও হেলপার।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সার ভর্তি ট্রাক উল্টে গিয়ে আবাদী জমিতে পড়ে যায়। এই সার ভর্তি ট্রাক উল্টে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রাক ড্রাইভার আকবর হোসেন(৪৫) এবং হেলপার রেজাউল হোসেন(২২)। সার ভর্তি ট্রাক- ঢাকা মেট্রো- ১৬-৫২০৮ বগুড়ার দুঁপচাচিয়া থেকে নওগাঁর বদলগাছীতে যাওয়ার উদ্যোশে খলসী এলাকায় গিয়ে উল্টে যায়। এতে ট্রাক ড্রাইভার ও হেলপারের কোনো প্রকার ক্ষতি হয় নি বলে জানা যায়। নতুন সড়ক মেরামতের কাজ করার কারনে নতুন মাটি সড়কের ধারে দেওয়া হয়েছে। সড়কের ধারে ট্রাকের বাম দিকের চাকা নতুন মাটিতে চেপে যাওয়ার কারনে এই সার ভর্তি ট্রাক আবাদী জমিতে পড়ে যায় বলে জানা গেছে। পরে আজ শুক্রবার সকালে সার ভর্তি উদ্ধার করে নিয়ে যায়।

Comments
Loading...