Connecting You with the Truth

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

IMG_20160308_103747 (1)ইমরান হোসেন, নওগাঁ: অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান এই প্রতিপাদ্যকে বাস্তবিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এক বর্ন্যাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে নওগাঁর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। বর্ণ্যাঢ্য র্য্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনার জেলা প্রশাসক ড. আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। এছাড়া জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং বক্তাগণ নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দান করেন।

Comments
Loading...