Connecting You with the Truth

নওগাঁয় খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রম শুরু

IMG_20160209_103615আল ইমরান হোসেন, নওগাঁ: কয়লা বাংলাদেশের অন্যতম খনিজ সম্পদ। নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুর এলাকায় স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধান শীর্ষক ড্রিলিং কার্যক্রম শুরু হয়েছে। সুত্রে জানা যায়,ফেব্রুয়ারি ১৬ ইং ১ম সপ্তাহের দিক থেকে এই খনিজ সম্পদ কয়লা খনির ড্রিলিং এর কার্যক্রম শুরু হয়। এই ড্রিলিং এর কার্যক্রমের কাজ গত বছরের আগস্ট-সেপ্টম্বর-১৫ ইং মাসের দিকে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কর্মরত ভূ বিজ্ঞানী কর্মকর্তাদের তত্বাবধানে এই পর্যবেক্ষণ করেন। সার্বিকভাবে সহযোগিতায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রালয়,জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ,বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর রয়েছেন। এই ড্রিলিং কার্যক্রমের কার্য দেখতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়।

Comments
Loading...