Connecting You with the Truth

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন উপলক্ষে  মতবিনিময়

Naogaon Pic 14.07নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস কাম্পেইন ১৬ জুলাই/ ২০১৬ পালন উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেনের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ফিরোজ হায়াত খান, জেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ইপিআই সুপারভাইজার তসলিম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, জেলায় ২ হাজার ৬১১টি কেন্দ্রে ১৩ হাজার ৫৫জন স্বাস্থ্যসহকারী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ৬ থেকে ১১ মাসের শিশুদের ২৯ হাজার ৮৭৪ জনকে একটি করে নীল রঙের (এক লাখ আই ইউ) ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৯৫ হাজার ৬৪২ জনকে শিশুকে একটি করে লাল রঙের (২ লাখ আই ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি। ৬ মাসের কম বয়সী, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু, অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিষেধ করেন তিনি। সভায় প্রায় অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...