নওগাঁয় পাঁচ পা বিশিষ্ট গরুর সন্ধান
ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁয় পাঁচটি পা বিশিষ্ট গরুর সন্ধান পাওয়া গেছে। বিধাতার সৃষ্টি অপরুপ যা বুঝা মানুষের পক্ষে সম্ভব নয়। নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর এলাকায় এই আশ্চর্যজনক পাঁচ পা ওয়ালা গরুটি রয়েছে। জানা যায়, এই পাঁচ পা ওয়ালা গরুটি নভেম্বর ২০১১ সালের দিকে জন্ম হয়। গরুর অস্বাভাবিক পা টি কাঁধের চুটের মাংসল অংশ থেকে কাঁধ বেয়ে নিচে সব সব সময় ঝুলে থাকে। গরুর মালিক জালাল হোসেন জানান, গরুটি জন্মের পর থেকে এ পর্যন্ত স্বাভাবিক গরুর মত চলাফেরা করে। কিন্তু কোনো সময় অসুবিধা চলাফেরাতে লক্ষ্য করে নি বলে তিনি জানান। তিনি বলেন, গরুটি যতদিন বেঁচে থাকবে ততদিন লালন পালন করতে চান। গরুটি গ্রামাঞ্চলের এলাকায় হওয়ার কারনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া এই পাঁচ পা ওয়ালা গরু দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।