নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার দক্ষিণপাতাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিয়াউর রহমান নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান জানান, নিহত জিয়াউর রহমান উপজেলার দক্ষিণপাতাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে। শেষরাতে মতিউরসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে রাঙ্গামাটিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও মতিউর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তার সঙ্গে থাকা অন্যরা ফিরে এসে বিজিবি ক্যাম্পে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বাংলাদেশেরপত্র/এডি/এ