নওগাঁয় মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ০৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদ মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে ও কোমারপুর – নয়াগাঁ ১নং ওয়ার্ড এলাকাবাসির ব্যবস্থাপনায় কোমারপুর হাটখোলা বাজারে ০৫ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো.আয়েন উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হুসাইন শওকত । এসময় ০৮ নং বালুভরা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হাকিম, উক্ত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দরা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসিরা উপস্থিত ছিলেন। এই মতবিনিময় ও আলোচনা সভায় বক্তাগণ মাদক নির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধ এর উপরে আলোকপাত করেন। বিডিপত্র/আমিরুল