Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁ: “ হোক প্রতিবাদ সমাজ থেকেই মাদক যাবে বাদ” এ প্রতিপাদ্যে নওগাঁ সদর উপজেলার মধ্যদুর্গাপুরে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর মধ্যদুর্গাপুর জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কে নওগাঁ মধ্যদূর্গাপুর মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নওগাঁ মধ্যদূর্গাপুর মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক মোঃ মোস্তাকিম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খেলাঘর আসর শিশু সংগঠক নওগাঁর আহবায়ক সাংবাদিক মোঃ সাইফুল ওয়াদুদ, সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য মোঃ সাইদুল ইসলাম, মধ্যদূর্গাপুর যুব একতা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শিবলু প্রমূখ।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- প্রাক্তন নওগাঁ পৌরসভার মেম্বার মো. খাজা ময়েন উদ্দিন, মধ্যদূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব মো. জানে আলম,মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব হেদায়েতুল ইসলাম সুমন, এস.কে.বুলেট, দিলবর হোসেন,জাবালে নূর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সহ জুম্মার মুসল্লীবৃন্দ ও এলাকাবাসী। এসময় বক্তরা চিহ্নিত কতিপয় মাদকব্যবসায়ীর ব্যবসা বন্ধের দাবি জানান তারা।

মাহমুদুন নবী বেলাল/নওগাঁ

Leave A Reply

Your email address will not be published.