Connecting You with the Truth

নওগাঁয় সপ্তাহব্যপী বৃক্ষমেলায় বৃক্ষপ্রেমীদের উপচে পড়া ভীড়

এস,এম রাসেল, নওগাঁ: বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে, এই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষে নওগা জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নওগাঁ নওযোয়ান মাঠে (২০-২৬ জুলাই/২০১৭ ইং) সপ্তাহব্যপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। এই সপ্তাহব্যপী বৃক্ষ মেলার শুভ উদ্ভোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, রাজশাহী সামাজিক বিভাগীয় কর্মকর্তা এস,এম সাজ্জাদ হোসেন ও অন্যান্য গণ্য-মান্য ব্যক্তি বর্গ। এ বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের মৌসুমী ফলজ, বনজ, ঔষধী, হাইব্রীড ও মসলা জাতীয় গাছ অর্ধ শতাধিক স্টলে প্রদর্শণ করা হয়েছে। ফুলকলি নার্সারীর সত্তাধিকারী মো. হেলাল হোসেন বলেন, আমি প্রতিদিন বিভিন্ন জাতের ভিন্ন প্রজাতির চারা গাছ প্রায় ১৮/২০ হাজার টাকা পর্যন্ত বিক্রয় করে আসছি। তিনি বলেন, কমলা, মালাটা, ভেতনামের নারিকেল চারা গাছ ৫০০ টাকা, বিভিন্ন হাইব্রিড জাতের লিচু চারা গাছ ৪০০ টাকা এবং বনজ জাতীয় চারা গাছ সর্বনিম্ন ২০ টাকা দরে বিক্রয় করছি। তিনি আরও বলেন, বৃক্ষ মেলাতে সকাল ৮.০০ টা থেকে ১১.০০ টা এবং বিকাল ৪.০০ টা থেকে রাত্রি ৮.০০ টা পর্যন্ত বৃক্ষ ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও ক্রেতা মো. আব্দুর রহমান বলেন, অন্যান্য নার্সারীর থেকে বৃক্ষ মেলাতে এসে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন প্রজাতির চারা গাছ পাওয়া যাচ্ছে, আমিও বিভিন্ন ধরণের চারা গাছ ক্রয় করেছি। এ বৃক্ষ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন স্টলে অনেক বছরের পুরাতন বনসাই গাছ প্রদর্শণসহ বিক্রয় করতে দেখা গেছে।

Comments
Loading...