Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় সুজনের উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

Nawgawon Sujon  (1)ইমরান হোসেন, নওগাঁ: জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে আজ শনিবার সকাল ১০.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত নওগাঁর মুক্তির মোড়স্থ, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, সুশাসনের জন্য নাগরিক(সুজন), নওগাঁ জেলা কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মডেল প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও মোহনা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি, মো.মাহমুদুন নবী বেলাল, আর টিভির নওগাঁ জেলা প্রতিিনধি, এম আর রকি, আতিক রহমান, বিপ্লব হোসেন,এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাবৃন্দ।Nawgawon Sujon  (2)

এসময় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের জন্য সকলকে আহবান জানান। এছাড়া মানববন্ধনে সংশ্লিষ্ট সকলের প্রতি অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন, জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ , জঙ্গিবাদ বিকাশের মূল কারণসমূহ চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে যথোপযুক্ত গ্রহণ, জঙ্গিবাদ প্রতিরোধে অবিলম্বে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্য, উদার সহিষ্ণু ও বহুত্ববাদী সমাজ গঠনে উদ্যোগী হও, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ, রাজনৈতিক দমন পীড়ন ও হয়রানী বন্ধ করাসহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা এবং অবিলম্বে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ কর ও বিচারিক প্রক্রিয়ায় দোষীদের দৃষ্টামূলক শাস্তির আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.