Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নওগাঁয় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

IMG_20160122_104746আল ইমরান হোসেন, নওগাঁ প্রতিিনধি: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই মহা সত্যকে বাস্তবিত করার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মির্জাপুর কে.সি উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি এস.এম সাইদুর রহমান, বালুভরা উন্নয়ন সংঘ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: ছলিম উদ্দীন তরফদার, সেলিম এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলি আহম্মেদ রুমি চৌধুরী, চেয়ারম্যান, বদলগাছী উপজেলা পরিষদ। এছাড়া আনিছুর রহমান,সাবেক সভাপতি, বদলগাছী উপজেলা বি.এন.পি, আল এমরান হোসেন,চেয়ারম্যান, বালুভরা ইউ.পি, শেখ মো: আয়েন উদ্দীন, সাবেক চেয়ারম্যান, বালুভরা ইউ.পি, আহসানউল্লাহ মুক্তি,সাধারণ সম্পাদক, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে বালুভরা উন্নয়ন সংঘ সার্বিক সহযোগীতায় ছিলেন। এসময়  প্রায় কয়েক শত হতদরিদ্র  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.