নওগাঁয় ৭২২ পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে ৭২২ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আত্রাই-নওগাঁ সড়কের প্রেমতলির মোড় থেকে তাঁকে আটক করা হয়। আরিফ হোসেন আত্রাই উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, গ্রেপ্তার আরিফ হোসেন পেশায় একজন মাদক ব্যবসায়ী। গতকাল রাতে তিনি ৭২২ পিস ইয়াবা নিয়ে আত্রাই থেকে নওগাঁ শহরে বিক্রি করার জন্য যাচ্ছিলেন বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতে আত্রাই-নওগাঁ সড়কের কৃষ্ণপুর এলাকার প্রেমতলির মোড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাসি করে ৭২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদককদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।