নওগাঁ গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ আহত ১
আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ভঞ্জকোল এলাকায় নিজ দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে এক প্রতিবেশী আহত হয়েছে। সুত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৮ টার দিকে একটি ছোট আম গাছ কাটা নিয়ে বড় ভাই মো: ধলু ও ছোট ভাই মুনজু হোসেন এর মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। দুই ভাইয়ের সংঘর্ষের এক পর্যায়ে ধলুকে মুনজু পাশের ডোবায় গিয়ে কাদার নিচে ফেলে মারধর করতে থাকে। এই ঘটনাটি দেখে প্রতিবেশী কালাম হোসেন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বাধা দিতে গেলে কালামের স্ত্রী মালা ঐ ঘটনার দিকে এগিয়ে আসেন। আর এটি দেখতে পেয়ে কালাম স্ত্রীকে মারধর করার জন্য বাঁশের মাথা ভাঙার সময় গুরুত্বর ভাবে হাত কেটে যায়। পরে কালামকে স্থানীয় মেডিকেল স্টোর এতে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়।