Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা

IMG_20160904_101258আল ইমরান, নওগাঁ: নওগাঁ পৌরসভার বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা লক্ষ্য করা যায়। নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ সড়কে খালখন্দে ভরপুর অবস্থায় রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নওগাঁ কেডির মোড় হতে নওগাঁ সরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় ১কি.মি সড়ক গর্ত ও খানাখন্দে ভরপুর। এছাড়াও শিবপুর বাজার হতে নওগাঁ সরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় দেড় কি.মি সড়কের বেহাল অবস্থা। নওগাঁ শহরের সবচেয়ে স্বনামধন্য বিদ্যাপীঠ হচ্ছে নওগাঁ সরকারি কলেজ। এই কলেজ দূরদুরান্ত থেকে আসা শিক্ষার্থী বিভিন্ন মেসে বসবাস করে। শহরের জেলা প্রেস ক্লাব, পি.এম বালিকা বিদ্যালয়, কোচিং সেন্টার, প্রি-ক্যাডেট বিদ্যালয়, নওগাঁ উকিল পাড়ায় অবস্থান হওয়ায় শিক্ষার্থী,শিক্ষার্থীদের অবিভাবক, চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষের এই নওগাঁ কেডির মোড় হতে নওগাঁ সরকারি কলেজ পর্যন্ত যাতায়াত করতে হয়। কিন্তু এই সড়কের কোনো প্রকার সংস্কার বা মেরামতের কাজ করা হয় নি। এই সড়কে জনসাধারণের যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁ সরকারি কলেজ মোড়ে অবস্থিত মারিয়া স্টেশনারী এন্ড কম্পিউটারের প্রোপাইটর মো.রাসেল সরদার জানান, এই সড়ক প্রায় ০৪ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। কোনো প্রকার সংস্কার বা মেরামতের কাজ করা হয় নি। তিনি এই সড়ক সংস্কার ও মেরামতের কাজ করার জন্য কর্তৃপক্ষকে বিশেষ আহবান জানান।

Leave A Reply

Your email address will not be published.