Connecting You with the Truth

নওগাঁ-বদলগাছী-পত্নীতলা সড়ক মেরামতের কাজে যানজট সমস্যা

IMG_20160216_092407আল ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ সদর উপজেলা থেকে পত্নীতলা উপজেলা পর্যন্ত প্রায় ৩৩ কি.মি সড়ক মেরামতের কাজ শুরু করা হয়েছে। সুত্রে জানা যায়,গত ডিসেম্বর-১৫ ইং এর ১ম সপ্তাহ থেকে পত্নীতলা উপজেলার নজীপুর থেকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা পর্যন্ত সড়কের দুই ধারের মেরামতের কাজ শুরু করা হয়। আর এই সড়কের দুই ধারে মেরামতের কাজে বেডফোর্ড, ট্রাক, ও উন্নতি প্রযুক্তির মেশিন দ্বারা সব কাজ সম্পন্ন করা হচ্ছে। উন্নত প্রযুক্তি মেশিন দ্বারা সড়কের দুই ধারে গভীর খনন করা হচ্ছে। এই খননে বালি ভর্তি ট্রাক এসে সড়কের দুই ধারের খননে বালি দিতে যানবাহন এসে দীর্ঘ যানজটের সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া বেডফোর্ড ইট ও বালি মিশ্রিত করে নিয়ে এসে সড়কের দুই ধারে দেওয়ার সময় আরও বেশি যানজট সৃষ্টি লক্ষ্য করা যায়। আবার সড়কের দুই ধারে ট্রাকে করে ট্যাংকের মাধ্যমে পানি দেওয়াতেও কিছুটা যানজট সৃষ্টি লক্ষ্য করা গেছে। এই নওগাঁ- বদলগাছী -পত্নীতলা সড়ক উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগের মাধ্যম। এই সড়ক যোগাযোগের মাধ্যমে দিনাজপুর, লালমনিরহাট,রংপুর, জয়পুরহাট,জেলা এর যানবাহন নিয়মিত চলাচল করে।

Comments
Loading...