Connecting You with the Truth

নওরীনের শুভদৃষ্টি

nowrin
রঙ্গমঞ্চ ডেস্ক:
‘শুভদৃষ্টি’ শিরোনামে নতুন একটি
গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা নওরীন। গানটিতে তার সহ-শিল্পী হিসেবে ছিলেন সোহেল মেহেদী। রাজন সাহার সুরে গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। সংগীতায়োজন করেছেন রুমেল। গানটির কথাগুলো হলো ‘তোমার চোখের দৃষ্টি দিয়ে’, ‘দেখবো রাতের স্বপ্নটাকে’, ‘মেঘের অবুঝ পালকি চড়ে’, ‘আঁকবো জীবন নতুন করে।’ গানটি ‘ঘুমের শহরে’ অ্যালবামে থাকবে। এই অ্যালবামে আরো গেয়েছেন শশী, লোপা হোসাইন, রাজু, ইভা, মাসুম, পিংকি, সাথী ও আবীর খান। আসন্ন ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অ্যালবামটি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। এদিকে নওরীনের একক অ্যালবামের কাজ এগিয়ে চলছে। আগামী বছরের শুরুতেই অ্যালবামটি মুক্তি পাবে বলে আশা করছেন তিনি।

Comments
Loading...