Connecting You with the Truth

নকল ফোন থেকে সাবধান!

IPhon-6নকল ফোন তৈরির সাম্রাজ্য বলা হয় চীনকে। আইফোন থেকে শুরু করে নোকিয়ার বেসিক ফোন সব কিছুরই কপি মিলে এ সাম্রাজ্য। চলতি বছরে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি ভুয়া আইফোন ধরা পড়ায় শোরগোল উঠে বিশ্বব্যাপী।

চীনও অ্যাপলকে আশ্বাস দেয় বিষয়টি প্রতিকারের। সেই আশ্বাস রক্ষার্থেই এবার নকল আইফোন উৎপাদকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নেমেছে সে দেশের প্রশাসন।

বিশ্বমিডিয়ার বরাতে জানা যায়, চীনের বেইজিংয়ের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে এক কোটি ৯৬ লাখ মার্কিন ডলার মূল্যের চল্লিশ হাজারেরও বেশি ভূয়া আইফোন উৎপাদনের। অভিযোগের ভিত্তিতে এই প্রতিষ্ঠানে গতকাল চীনা পুলিশ অভিযান চালালে গ্রেফতার হয় নয়জন কর্মকর্তা এবং পাওয়া যায় দশ লাখের বেশি আইফোনের নকল যন্ত্রাংশ।

উদ্ধার হওয়া আইফোন যন্ত্রাংশের মধ্যে পুরোনো আইফোনের মাদারবোর্ডের পরিমাণাই বেশি ছিল এবং কিছু যন্ত্রাংশ ছিল ঐ প্রতিষ্ঠানের নিজেরই উৎপাদন করা। যা দিয়ে হুবহু আইফোন তৈরি করে নিজেদের ভাড়া করা কর্মী বাহিনী দিয়ে আইফোন নামেই বিশ্বব্যাপী বাজারজাত করতো প্রতিষ্ঠানটি।

চীনা পুলিশ দাবী করেছে,বিভিন্ন দেশ থেকে পুরোনো আইফোনের মাদারবোর্ডসহ যন্ত্রাংশ সংগ্রহ করে থাকে এই প্রতিষ্ঠানটি। এবং দেশটির সেনঝেন শহরে বেশ কিছু নকল যন্ত্রপাতি ও লোগোও তৈরির কারখানাও গড়ে তুলেছে। যা প্রতিষ্ঠানটির নির্মিত ভূয়া আইফোনকে অরিজিনাল রুপদান করে বিশ্বব্যাপী সরবরাহ করতে সহায়তা করে থাকে।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Comments
Loading...