Connecting You with the Truth

নগরকান্দায় ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত

MADHUKHALI%2BROAD%2BACC%2BPIC-3

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার সকালে একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার দুজনেই নিহত হয়। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ হোসেন সরকার জানান, মনে হয় সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ড্রাইভারের ঘুম এসেছিল এই ফাকে ট্রাকটি খাদে পড়ে এ র্দূঘটনা ঘটে। নিহত ড্রাইভারের নাম মোঃ উজ্জল ফকির এবং হেলপারের নাম বাবু মোল্লা ।

Comments
Loading...