Connecting You with the Truth

নতুন ইতিহাস গড়ল স্মিথই প্রথম

স্পোর্টস ডেস্ক:s-2
ক্রিকেট ইতিহাসে কোন দলের অধিনায়ক হিসেবে এমন কীর্তি এর আগে আর কেউ করতে পারেনি। অস্ট্রেলিয়ার হোবার্টে শুক্রবার যেটা করে দেখালেন ভারপ্রাপ্ত অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। টেস্ট-ওয়ানডের দুই ফরমেটেই সেঞ্চুরি দিয়ে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন এ অসি ক্রিকেটার। মাইকেল ক্লার্কের চোটের কারণে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে হঠাৎই অধিনায়কের দায়িত্ব পান স্মিথ। অভিষেক টেস্ট সহ সিরিজে পর পর তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে করেন সেঞ্চুরির হ্যাটট্রিক। এমনকি তার নেতৃত্বে দল হারেনি একটি টেস্টেও। দারুণ ফর্মে থেকে দলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক জর্জ বেইলিকে। যথারীতি এবারও দায়িত্ব এসে পড়ে বিশ্বস্ত স্মিথের উপরে। ক্রিকেটের সংস্করণ বদলালেও এই কয়দিনে একটুও বদলায়নি অধিনায়ক স্মিথের ফর্ম। তাইতো ক্রিকেটের ৫০ ওভারের এ ফরমেটেও অসিদের নিরাশ করেননি তিনি। হোবার্টে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে নেমে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। তার হার না মানা ১০২ রানের উপর ভর করেই ইংলিশদের ছুঁড়ে দেয়া ৩০৪ রানের টার্গেট ৩ উইকেট হাতে রেখে নিমেষেই টপকে যায় অস্ট্রেলিয়া। এমনকি এদিন সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও ঝুলিতে পোরেন ডানহাতি এ ব্যাটার।

Comments