Connecting You with the Truth

নতুন চরখাগরিয়া সম্মিলিত ঐক্য পরিষদের উদ্যোগে সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :

এসো ধরি হাতে হাত,দ্বিধা জরা ঝরে যাক এই স্লোগানকে সামনে রেখে নতুন চরখাগরিয়া সম্মিলিত ঐক্য পরিষদের উদ্যোগে মোজাম্মেল হকের সঞ্চালনায় সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের শুরু করেন হাফেজ মাসউদ আলম।
এরপর সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য ” ড্রীম ১১ প্রজেক্ট “নিয়ে উদ্ভোদনী আলোচনা করেন সংগঠন এর আহবায়ক আবদুল্লাহ আল মামুন।
এলাকায় মাদক,জুয়া,কিশোর গ্যাং সহ সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নিয়ে বক্তব্য রাখেন ওসমান গনি, খোরশেদুল আলম,জোবায়ের, ফরিদুল আলম,জামশেদুল আলম, মো: লোকমান,আবদুল মান্নান,শফিউল আলম সহ অনেকেই।উপস্থিত সবার সম্মতিক্রমে এসময় আবদুল্লাহ আল মামুন কে আহবায়ক এবং আহমদুল হক ইমন কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় তারা এলাকায় একটা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করা সহ ১১ টা বিষয়বস্তু নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিটি পাড়ার সামাজিক সংগঠন গুলো।
মুল সংগঠন এর নতুন চরখাগরিয়া সম্মিলিত ঐক্য পরিষদের অধীনে বাকি ৭ টি সংগঠন তাদের নিজ নিজ কার্যকলাপ পরিচালনা করবেন।
সংগঠন গুলো হলো উপর পাড়া যুব সংঘ,মাঝর পাড়া ছাত্র ও যুব পরিষদ,নতুন চরখাগরিয়া সমাজ কল্যাণ পরিষদ,লামার পাড়া একতা সংঘ,দক্ষিণ পাড়া যুব ও ছাত্র পরিষদ,উত্তর পাড়া হিলফুল ফুযুল।
অনুষ্টান শেষে তাদের সম্মিলিত এই প্রচেষ্টা যেনো সফল করতে পারেন সেজন্য সবাই মিলে মোনাজাতের মাধ্যমে অনুষ্টান শেষ করা হয়।

Comments
Loading...