Connecting You with the Truth

নতুন ছবি নিয়ে নতুন শিলা

b-2বিনোদন ডেস্ক:
দিন যত গড়াচ্ছে ততই গুণী পরিচালকদের ডাক পাচ্ছেন নবাগত শিরিন শিলা। ওয়াজেদ আলী সুমন, মুশফিকুর রহমান গুলজারের পর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন জাকির হোসেন রাজুর ছবিতে। ‘জীবন সংসার’ খ্যাত এই পরিচালকের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত শিরিন। তিনি বলেন, ‘আমার ভাবতেই ভালো লাগছে যে জাকির হোসেন রাজুর মতো গুণী পরিচালকের ছবিতে কাজ করতে যাচ্ছি। আসলে রাজু স্যারের মুভিটা একেবারেই অন্যরকম। অসাধারণ রোমান্টিক একটি ছবি হতে যাচ্ছে। ছবিতে রোমান্স যেমন আছে তেমনি অ্যাকশনও আছে।’ শিলা আরও বলেন, ‘এই ছবিতে একেবারে নতুন গেটআপে দেখা যাবে আমাকে। বলতে পারেন দর্শক নতুন এক শিলাকে দেখবে।’ পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘ছবিটির নাম এখনো ঠিক করি নি। চিত্রনাট্য লেখা শেষ হলেই ছবিটির নাম ঠিক করবো।’ এ ছবিতে শিরিন শিলার বিপরীতে অভিনয় করেছেন নবাগত আসিফ। ১০ই এপ্রিল একটি গানের রেকর্ডিং এর মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হবে বলে জানান পরিচালক।

Comments
Loading...