নতুন যোগ দেওয়া জাবি অলোনসোকে দেখে শিখতে পারে বায়ার্ন
স্পোর্টস ডেস্ক:
জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য মারিও গোতজে মনে করেন বায়ার্ন মিউনিখে নতুন যোগ দেওয়া জাবি অলোনসোকে দেখে ক্লাবের প্রত্যেক সদস্যের কিছু শেখা উচিৎ। ৩২ বছর বয়সী অলোনসো এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে বায়ার্নে নাম লিখিয়েছেন। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের হয়ে তিনি নতুন মৌসুমে দুটি ম্যাচও খেলেছেন। বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা গোতজে মনে করেন, অলোনসো অসাধারণ ব্যক্তিত্বের একজন মানুষ। তিনি বলেন, ‘দারুণ ব্যক্তিত্ববান মানুষ হিসেবে অলোনসো একজন বুদ্ধিমান এবং অভিজ্ঞতাপূর্ণ ফুটবলার। তিনি ক্লাবের জন্য বিশেষ একজন খেলোয়াড়। আমরা তাকে দেখে অনেক কিছু শিখতে পারছি।’ স্পেনের সাবেক মিডফিল্ডার অলোনসো রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছেন ১১৪টি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলে খেলেছেন ১৪৩টি ম্যাচ। আর গত পাঁচ বছরে রিয়ালের হয়ে খেলেছেন ১৫৮টি ম্যাচ। দেশের জার্সি গায়ে অলোনসো মাঠে নেমেছেন ১১৪টি ম্যাচে। দেশের হয়ে খেলেছেন ইউরো ২০০৪, ২০০৮ এবং ২০১২। তিনবার খেলেছেন বিশ্বমঞ্চে। কনফেডারেশন কাপ-২০০৯ এ খেলেছেন স্প্যানিসদের হয়ে।