Connecting You with the Truth

নতুন ‘স্পেস ফোর্স’ তৈরির নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা কার্যালয় পেন্টাগনকে নতুন ‘স্পেস ফোর্স’ তৈরির নির্দেশ দিয়েছেন। ‘স্পেস ফোর্স’ গঠনে উদ্যোগী হতে এবং এজন্য কাজ শুরুর করার নির্দেশনা দিয়েছেন তিনি৷ গতকাল যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল স্পেস কাউন্সিল-র এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের অভিমত, মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রভাব আরো জোরালো হওয়া উচিত। কেননা, মহাকাশে মার্কিন উপস্থিতি যথেষ্ট নয়৷

তিনি বলেন, এই উদ্যোগ কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই নয় সার্বিকভাবে ইতিবাচক হবে।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ‘স্পেশাল ফোর্স’ মহাকাশ যুদ্ধের জন্যই প্রস্তুত করা হবে৷

মার্কিন স্পেস কমান্ড কার্যালয় থেকে এই মহাকাশ অভিযান নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়েও মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতির ওপরে গুরুত্ব আরোপ করা হয়েছিল। কিন্তু তা আর কার্যকর করা হয়নি।

Comments
Loading...