Connecting You with the Truth

নবাবগঞ্জে হত্যা মামলার এজাহার ভুক্ত ৫ আসামি আটক

এম রুহুল আমিন, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে জমি সংক্রান্ত হত্যা মামলায় এজাহার ভুক্ত ৫ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ ও ওই মামলার তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, ভাদুরিয়া ইউনিয়নের সাতআনি জামিরা গ্রামে জমি সংক্রান্ত ঘটনায় আব্দুল হাই নামে একজন মাথায় গুরুতর জখম হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। এ ঘটনায় মৃতার স্ত্রী বুলবুলি বেগম এজাহারে ৩৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১০ তারিখ ১৭ই জুলাই । আটককৃতরা হল ওই গ্রামের মৃতঃ গফফার আলীর পুত্র মোঃ আব্দুল খালেক (২৪) ,মোঃ জোনাব আলী (৪৫), মোঃ আব্দুর রহিম (৪৮), সেকেন্দার আলীর পুত্র দেলোয়ার হোসেন (২২), মোঃ সিদ্দিক আলীর পুত্র মোঃ আব্দুল মজিদ (৩৩) ।

Comments