নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র ১৮ জন ও কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী
নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পর এই প্রথম আগামী ২৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর নির্বাচনে মেয়র পদে ১৮ জন ও কাউন্সিলর পদে ৯১ জন প্রার্থী জমা দিয়েছেন। ১৩ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে বড় দু’দলের প্রার্থীরাই উপরের মহলে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন আগামী ২৯ সেপ্টেম্বর নির্বাচন ঘোষণা করেন। এরই মধ্যে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌরসভা উন্নয়নের বিভিন্ন প্রতিশ্র“তি দিচ্ছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন, মো. মুমিনুল হক, এ্যাড. শিব শংকর দাস, মো. মলাই মিয়া, মো. শুক্কুর খান, ওবায়দুল হক লিটন, বশির আহম্মেদ সরকার পলাশ, মো. মাঈনুদ্দিন আহম্মেদ (মাইনু), রফিকুল ইসলাম দেনু, শাহ হাছান আহম্মেদ, শাহ্ নুর খান আলমগীর, মো. সাদিকুল হক সাদির, এম এ জাহের, আবদুর রহমান, আবুল হোসেন মৃধা, মো. শাহাবউদ্দিন, মো. বশির আহমেদ, গোলাম ফারুক, মো. ইদন খান। এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৬ জন, ২ নং ওয়ার্ডে ১২ জন, ৩ নং ওয়ার্ডে ১০ জন, ৪নং ওয়ার্ডে ১২ জন, ৫ নং ওয়ার্ডে ১২ জন, ৬ নং ওয়ার্ডে ১২ জন, ৭ নং ওয়ার্ডে ৬ জন, ৮ নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী নমিনেশন পেপার জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ও ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে ৪ জন এবং ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডে ৪ জন করে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে এই পৌর নির্বাচনকে সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি পৌর নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখার অঙ্গীকার করেন।