Connecting You with the Truth

নরসিংদীতে গনপিটুনিতে সাত ডাকাত নিহত

nihoto-nnbdনরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলায় ডাকাত সন্দেহে সাতজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম জানান, রোববার রাত ৩টার দিকে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল ও বধুসাজ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের লাশ পেয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহত রহিমকে (৩৫)নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। স্থানীয়দের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা কাশেম জানান, রাত পৌনে ৩টার দিকে ১৫/২০ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে ভাটপাড়ার চাকশাল গ্রামে আনিছুল ইসলামের বাড়ির দরজা খুলতে বলে। দরজা না খোলায় ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢোকে এবং অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে টাকা ও সোনার গয়নাসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে ডাকাত দল ওই গ্রামের আরও একটি বাড়িতে একই কায়দায় ডাকাতি করে এবং পাশের বধূসাজ গ্রামের লাল মিয়ার বাড়িতে হানা দেয়। “বিষয়টি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানিয়ে গ্রামবাসীদের পক্ষে থেকে সাহায্য চাওয়া হয়। এতে এলাকার লোকজন বেরিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। ডাকাতরা ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে একটি ধানক্ষেতের ভেতর নিয়ে পিটুনি দেয়।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের লাশ পায় এবং রহিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে ওসি জানান।

Comments
Loading...