Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নরসিংদীর এমদাদুল হত্যার ঘাতক ইউপি সদস্য আলতাফসহ ৪ জন এখন কারাগারে

নরসিংদীরেজাউল করিম, নরসিংদী: নরসিংদীর শহরতলী হাজীপুরের বাদুয়ারচর গ্রামের চায়ের দোকানদার মো. এমদাদুল হক হত্যার আসামী ইউপি সদস্য মো. আলতাফ হোসেন এখন কারাগারে। গত ২৪ মে পরিকল্পিত উপায়ে একই গ্রামের আলাউদ্দিন মেম্বারের ছেলে আলতাফ হোসেন ভূইয়া, ছাদেকুর রহমান, ফারুক ভূইয়া, কবির ভূইয়া, গোলাপ মিয়াসহ ঘাতকরা নির্মমভাবে চায়ের দোকানদারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় বাদুয়ারচর গ্রামের নিহত মোঃ এমদাদুল হকের বড় ভাই মোঃ অলিউল্লাহ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। নরসিংদী মডেল থানার মামলা নং: ৬৫। ৩০২/৩৩৪ ধারায় থানার পুলিশ হত্যা মামলাটি গ্রহণ করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আলতাফ মেম্বারসহ ৪ জন জেল হাজতে রয়েছে। অপরদিকে একই গ্রামের আলাউদ্দিনের পুত্র মো. ছাদেক হোসেন ভূইয়া আদালত থেকে জামিনে রয়েছে। বাদীর পরিবার জানায় জামিনে মুক্তি পাওয়া ছাদেক হত্যা মামলাটি উঠিয়ে নেওয়ার জন্য তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.