নাইজেরিয়ার বোকো হারামের হামলায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে বোকো হারাম জঙ্গিরা নতুন করে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। শনিবার গ্রাম দুটির পাহারায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা একথা জানিয়েছে।
ভয়াবহ এই হামলা নাইজেরিয়ার সরকার ব্যাপকভাবে জিহাদি গ্রুপটিকে পরাজিত করেছে বলে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির করা দাবিকে প্রশ্নবিদ্ধ করল। স্থানীয় পাহারাদার মুস্তফা কারিম্বি বলেন, শুক্র ও শনিবার প্রত্যন্ত ইয়াকশারি ও কাচিফা গ্রামে মোটরসাইকেল ও ভ্যানগাড়িতে করে বন্দুক ও ছুরি নিয়ে বর্বরোচিত এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এসব পাহারাদার বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনীকে সহায়তা করছে। কারিম্বি বলেন, ‘হামলাকারীরা দুটি গ্রামে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে। এ সময় তারা ব্যাপক লুটপাট চালায় ও গবাদিপশু চুরি করে নিয়ে যায়।
কারিম্বি জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ইয়াকশারি গ্রামে হামলা চালানো হয়। হামলাকারীরা গ্রামের ২২ বাসিন্দাকে জবাই করে।
তিনি বিউ শহর থেকে কথা বলছিলেন। গ্রামটি থেকে শহরটির দূরত্ব আনুমানিক ১২০ কিলোমিটার (৭৫মাইল)। শুক্রবার রাতে বোকো হারামের সদস্যরা পাশের কাচিফা গ্রামে হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করে।
কারিম্বি বলেন, ‘গ্রাম দুটিতে একই বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে আমরা মনে করি।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাইদুগুরির কাছে বোকো হারাম জঙ্গিদের হামলায় বেশ কয়েকজন নিহত হয়। মাইদুগুরি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ণো স্টেটের রাজধানী। সূত্র: এএফপি।