নাইজেরিয়ায় জোড়াবোমা হামলায় নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জোড়া বোমা বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) একজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রদেশ গম্বেতে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে। খবর আইএএনএস’র।
ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে মাঠকর্মীরা ২৫টি লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
মুসা গাম্বো নামে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘরে বানানো বোমায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার দেশটিতে ঈদ উপলক্ষ্যে মানুষজন স্থানীয় বাজারে কেনাকাটা করছিলেন। ফলে সেখানে উপচেপড়া ভিড় ছিল। এ কারণেই হতাহতের সংখ্যা এত বেশি।
এই বিস্ফোরণকে হামলা আখ্যা দিয়ে এর জন্য ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে স্থানীয় মানুষ।