Connecting You with the Truth

নাইজেরিয়ায় শিশু আত্মঘাতী হামলা : নিহত ৮

বাংলাদেশেরপত্রনাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি বাস স্টেশনে আত্মঘাতী হামলায় আট জন নিহত হয়েছে। মঙ্গলবার জঙ্গিসংগঠন বোকো হারামের এক শিশু আত্মঘাতী হামলাকারী এই হামলাটি চালায়। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে হামলাকারীর বয়স ১২ বছরের মতো। খবর- এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে একটি শিশু আত্মঘাতী ইয়োব প্রদেশের রাজধানী দামাতুরুর বাস স্টেশনটিতে নিজের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণ ঘটানোর ঠিক আগ মুহূর্তে নিরাপত্তারক্ষীরা শিশুটিকে তল্লাশি করার চেষ্টা করলে তাতে বাধা দেয় শিশুটি। এর পরই একটি প্রাইভেট গাড়ি কাছাকাছি পৌঁছুলে নিজেকে উড়িয়ে দেয় সে। এতে হামলাকারীসহ গাড়তে থাকা ছয় জনের সবাই নিহত হয়।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন নাইজেরিয়ায় সফর শেষ করার কয়েক ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। দুই দিনের এই সফরে মুন নাইজেরিয়ার নতুন নেতৃত্বের প্রশংসা করেন। এসময় দেশটিতে ‘বৃহত্তর স্থিতিশীলতা ও শান্তি’র প্রশংসা করেন তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments