নাগেশ্বরীতে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ; ভোটারদের মাঝে নির্বাচনী উল্লাস
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগামী ২৩এপ্রিল আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনের ৩য় ধাপের নির্বাচনী প্রতীক বরাদ্দ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় ও সতন্ত্র প্রার্থী ৮৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১৮৮জন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৫০২জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার সাথে সাথেই ভোটারদের মাঝে চলছে নির্বাচনী আনন্দ উল্লাস। মাইকিংয়ে মুখরিত হয়ে উঠছে হাট-বাজার, শহর ও পাড়া-মহল্লা। প্রার্থীরাও বসে নেই প্রচারণায়। তারা তাদের নিজস্ব প্রতীক নিয়ে ভোটারদের মাঝে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। চায়ের দোকান, রাস্তার মোড় ও বিভিন্ন লোকালয়সহ সবখানে চলছে নির্বাচনি আলাপ-আলোচনা। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমান বলেন, সুষ্ঠ ও সুন্দর ভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।