Connecting You with the Truth

নাগেশ্বরীতে দুধকুমোর নদীর তীব্রভাঙ্গন অসহায় এলাকাবাসী

18-07-2016আব্দুল গণি, নাগেশ্বরী: গত কদিনের অবিরাম বর্ষণ ও শীলা বৃষ্টিতে উজানের পাহাড়ী ঢলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা, রায়গঞ্জ, বেরুবাড়ী, মাদারগঞ্জ এবং কালীগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান দুধকুমোর নদীর পানি বৃদ্ধির পেয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে ওই ইউনিয়নের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হয়েছে। এতে ইউনিয়নের পাঁচমাথা, সাপখাওয়া, তেলীয়ানীর পাড়, মালিয়ানীর পাড়, মুড়িয়ার ঘাট, আনছার হাট, চরুয়াটারী, পানাতীটারী গ্রামের শতাধিক পরিবার দুধকুমোর নদীর তীব্রভাঙ্গনের শিকার হয়েছে। তারা বসত ভিটা হারিয়ে এখন অসহায় অবস্থায় জীবন যাপন করছে। হুমকির মুখে পড়েছে আরও দের শতাধিক পরিবার। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মানুষের আর্তনাদ। এলাকার নবাগত ইউপি সদস্য আব্দুস ছোবাহান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বাদশা(বাদল), আবু বক্কর সিদ্দিক, মমিনুর রহমান বলেন, জমাজমি বাড়ী ঘর, গোলাভরা ধান, আবাদী জমি, ইটের পাকা বাড়ী, সবকিছু দুধকুমোর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর তীব্রভাঙ্গন রোধ করতে না পারলে আগামী এক বছরের মধ্যে নদীর ভাঙ্গন নাগেশ্বরী পৌর শহরে আসবে বলে এলাকাবাসী জানায়। জণগন দুধকুমোর নদীর ভাঙ্গন রোধ করার জন্য সরকারকে মিনতির সাথে জোর দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.