Connecting You with the Truth

নাটক টেলিফিল্ম নিয়েই ব্যস্ত থাকতে চান অহনা

b-2বিনোদন ডেস্ক:
বড়পর্দা দিয়ে অভিনয় শুরু করলেও জনপ্রিয়তা পান ছোটপর্দায় এসে। সম্প্রতি তিনি জানালেন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই তার। চলচ্চিত্র দিয়েই মিডিয়ায় পথচলা শুরু অহনার। এর পর পা রাখেন ছোটপর্দায়। কিন্তু তিনি জানালেন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার কোন ইচ্ছে নেই তার। নাটক টেলিফিল্ম নিয়েই ব্যস্ত থাকতে চান এই তারকা। কেন চলচ্চিত্রে নিয়মিত হতে চান না তিনি এমন প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘কোন কারণ নেই। এমনিতে এখন চলচ্চিত্র নিয়ে কিছু ভাবছি না। হাতে থাকা চলচ্চিত্রগুলোর কাজ শেষ করার পর আর সিনেমা করতে চাই না। নাটক টেলিফিল্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই।’ বর্তমানে এই অভিনেত্রী কাজ করছেন পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে। এ ছাড়া এফ আই মানিক পরিচালিত দুই পৃথিবী ছবির কাজও শেষের পথে। ‘চোখের দেখা’ ছবিতে তিনি সায়মনের বিপরীতে অভিনয় করেছেন। আর ‘দুই পৃথিবী’ ছবিতে কাজ করেছেন শাকিব খানের বিপরীতে। এদিকে গত মাসের ২২ তারিখে তিনি ব্যক্তিগত ভ্রমণে গিয়েছিলেন মালয়েশিয়ায়। সেখানে আÍীয়-স্বজনদের সঙ্গে জম্পেশ সময় কাটিয়ে ফিরেছেন এ মাসের দুই তারিখে। আর তিন তারিখ থেকেই শুরু করেছেন সালাউদ্দীন লাভলু পরিচালিত ‘ইয়ার আলীর পিয়ারী’ নামের ৬ পর্বের একটি ধারাবাহিক নাটকের কাজ।

Comments